পাটকেলঘাটায় চোরাই ইজিবাইক সহ আটক-১
Post Views:
৫২৫
স্টাফ রিপোটার ঃ
পাটকেলঘাটায় চোরাই ইজিবাইক সহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপরে তাকে কেশবপুর উপজেলার সাগর দাড়ি এলাকা থেকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তির নাম সুমন মাঝি (৪১)।সে কুমিল্লা জেলার চাঁদিনা উপজেলার থেকে খালেক মাঝির ছেলে। পুলিশ জানায়, গত ০৩ নভেম্বর সকালে পাটকেলঘাটার কুমিরা বাজার থেকে একটি ইজিবাইক চুরি হয়। এরপর সাগরদাড়ী এলাকায় অভিযান চালিয়ে চোর সহ ইজিবাইক উদ্ধার করা হয়।
পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান, আটককৃত চোরের বিরুদ্ধে থানায় মামলা দ্বায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।