দেবহাটায় চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ শুরু
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় সরকারীভাবে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় পারুলিয়াস্থ খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর,সাতক্ষীরা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, পারুলিয়া খাদ্য গুদামের ইনচার্জ বিল্লাল হোসেন, সাতক্ষীরার সহকারী উপ খাদ্য পরিদর্শক হুমায়ূন কাছিদ, মিল মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মাহেন, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম মিঠু, কওছার আলী, ফারুক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার অভ্যন্তরীন কৃষকদের উৎপাদিত ২১৫ মেট্রিক টন আমন চাল ও ৩০১ মেট্রিক টন ধান সরকারীভাবে সংগ্রহ করা হবে।