কালিগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী। ১২ টি ইউনিয়নে মোট চেয়ারম্যান ৬৪ জন, সংরক্ষিত আসনে ১শ ৪১ জন ও সাধারণ সদস্য পদে ৪শ ৪৩ প্রার্থী ছিলেন। এ উপজেলায় মোট ২লক্ষ ১৮ হাজার ৬৪ জন ভোটারের মধ্যে ১ লক্ষ ৭৪ হাজার ৭৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ১ শ ১২ টি কেন্দ্রে ৬শ ১৬ টি বুথে ১ শ ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬ শ ১৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২শ ৩২ জন পোলিং অফিসার যথাযথ দ্বায়িত্ব পালন করেছেন।
উপজেলার মধ্যে ১নং কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে চেয়ারম্যান প্রার্থী শ্যামলী রানী অধিকারী, স্বতন্ত্র প্রার্থী আশানুর,নজরুল ইসলাম ও রওশান আলী কাগুজী, চাম্পাফুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান গাইন, দক্ষীন শ্রীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার সরকার ও ইসরামী আন্দোলনের শফিকুল ইসলাম, কুশলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ আসফাউদ্দৌলা খান, রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী তাজুল ইসলাম। তারালী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাব্বত গাইন। মথুরেশপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকুঞ্জি বাবলুর রহমান, শাহাজান সিরাজ খান, শেখ আলাউদ্দীন সোহেল, শেখ মোজাফ্ফার হোসেন ও বাংলাদেশের সাম্যবাদী দল ( এম এল) এর শেখ তারিকুল ইসলাম। ধলবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল করিম ও শেখ ফিরোজ আলম। রতনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এস এম আনোয়ার হোসেন এবং মৌতলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী শেখ অয়েজুর রহমান জামানত হারিয়েছেন।