আশাশুনির তুয়ারডাঙ্গা হাই স্কুল পরিচালনা কমিটির জরুরী সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) বিকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুব্রত কুমার মন্ডল, দাতা সদস্য নাসির উদ্দিন, অভিভাবক সদস্য রবীন্দ্র নাথ মন্ডল, জয়দেব মন্ডল, টুকু সরদার, মারুফা খাতুন, শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, আজমল হোসেন ও কবিতা আচার্য উপস্থিত ছিলেন। সভায় করোনাকালীন সময়ে ছুটির কারনে শিক্ষার ঘাটতি পুরনে আগামী বছরের পরিকল্পনা, স্কুলের সার্বিক উন্নয়ন ও সম সাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সদস্যবৃন্দ বলেন, স্কুলের মাঠ ভরাট, প্রাচীর নির্মান, আসবাবপত্র তৈরি, টিনসেড সংস্কারসহ বহু কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষক ও কর্মচারী পদে ২৭/১০/২০ তাং কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগ এবং ১৪/৯/২১ তাং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়। সবকিছু নিয়োগবিধি মেনে, স্বচ্ছতা, দুর্নীতিমুক্তভাবে অর্থনৈতিক লেনদেন ছাড়াই সম্পন্ন করা হয়। কমিটির সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশানের মাধ্যমে কাজ করা হয়েছে। কাজের সাথে কমিটির সদস্য সালেক সরদার ওরপে বাবু জড়িত ছিলেন ও স্বাক্ষর আছে। কিন্তু সালেক সরদার সম্প্রতি অর্থ আত্মসাতসহ নানা অমূলক অভিযোগ করে যাচ্ছেন। এমনকি অফিস সহায়ক ও আয়া পদে এখনো নিয়োগ কার্যক্রম শুরুই করা হয়নি, পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়নি। অথচ তিনি তার নিজের ভাইকে নিয়োগ দেওয়ার জন্য কমিটির অনেকের সাথে চাপ প্রয়োগ করে যাচ্ছেন। এমনকি না নিলে নিয়োগ বন্ধ করে দেওয়া হবে ও আইনের ফ্যাগড়ায় ফেলে জব্দ করার হুমকী দিচ্ছেন। সভায় সালেক সরদারের কার্যক্রম ও পত্রিকায় মিথ্যা অভিযোগ প্রকাশের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রস্তাব গ্রহন করা হয়।