আশাশুনিতে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলায় অধ্যায়নরত কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষার্থীদেরকে সাতক্ষীরা সদরে গিয়ে টিকা নেওয়ার সিদ্ধান্ত ছিল। জেলা সদরে গিয়ে টিকা নেয়ার বিড়ম্বনা লাঘব করা জন্য আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ আশাশুনি সদরে ভ্যেনু স্থাপন করতে ডিসি মহোদয়ের সাথে কথা বলে অনুরোধ জানান। জেলা প্রশাসক হুমায়ুন কবির বিষয়টি গুরুত্ব বিবেচনা করে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুর হুসেইন খাঁনের প্রচেষ্টায় এবং আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের আন্তরিকতায় চাপড়া মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্কে ভ্যেনু স্থাপন করা হয়। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ ডাঃ সুদেষ্ণা সরকারের সার্বিক ব্যবস্থাপনায় অবশেষে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন উপস্থিত ছিলেন। টিকাদান কার্যক্রম পরিচালনাকালে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জি এম আখতার-উজ-জামান প্রিন্স ও মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, সহঃ স্যানিটারি ইন্সপেক্টর এস এম মোক্তারুজ্জামান স্বপন এবং সিএইচসিপি. ডাঃ মোঃ সাইফুজ্জামান সাগর।