সাতক্ষীরায় সিএসও এইচআরডি কোয়ালিশনের সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরায় সিএসও এইচআরডি কোয়ালিয়শন সমন্বয় ও নারীর প্রতি সহিংসতা
প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সিএসও
এইচআরডি কোয়ালিশন, সাতক্ষীরার আয়োজনে ইউএনডিপি’র সহযোগিতায় জাতীয়
মানবাধিকার কমিশনের এইচআরপি কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায়
সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কোয়ারিশনে সভাপতি মাধব চন্দ্র দত্তের
সভাপতিত্বে সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ
আহমেদ বাপী। সভায় সর্বসম্মতিক্রমে স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তকে
আহবায়ক ও হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইনকে সদস্য সচিব করে সাতক্ষীরা
জেলা সিএসও লিগ্যাল এইড ফোরাম গঠন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিএস এইচআরডি কোয়ালিশন, সাতক্ষীরার সভাপতি ও
মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে
বেসরকারি উন্নয়ন সংগঠন সহায়া।
স্বদেশ’র নির্বাহী পরিচালক ও সিএসও এইচআরডি কোয়ালিশন, সাতক্ষীরার সভাপতি মাধব
চন্দ্র দত্তের সঞ্চালনায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে
‘কমলা রঙের বিশ^ গড়ি, নারী প্রতি সহিংসতা বন্ধ করি, কমলা রঙের বিশ^ গড়ি’Ñ
শ্লোগানকে সামনে রেখে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল
কুমার বিশ^াস, হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, বরসা’র সহকারি পরিচালক
নাজমুল আলম মুন্না, সিপিএ’র পরিচালক ফারুক রহমান, সহায়া’র নির্বাহী পরিচালক
এম এম রায়হান, মিডা’র পরিচালক দুলাল, চন্দ্র, ধ্রæব’র সোমা আইচ, মহিলা পরিষদের জেলা
কমিটির সাধারণ সম্পাদক জ্যো¯œা দত্ত, নারী উন্নয়ন সংস্থার শেখ তৌফিকুর রহমান
প্রমুখ।
সমন্বয় সভায় মানবাধিকারকর্মী, উন্নয়ন সংগঠন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন
শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা জেলায় বসবাসরত আদিবাসি ও দলিত
জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সমস্যা চিহ্নিত করে উন্নয়ন সংগঠনগুলো একসাথে
সমন্বয় করে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সকল
সংগঠনকে সোচ্চার হয়ে নিজস্ব কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে একযোগে কার্যকরী
পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়। এ সময় মানবাধিকার রক্ষায় ও প্রান্তিক জনগোষ্ঠির
মানবাধিকার সুরক্ষায় কোয়ালিশনের সদস্য সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পরিকল্পনা গৃহিত
হয়।
অনুষ্ঠানে বক্তারা যেখানে মানবাধিকার লঙ্ঘন, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন, শিশু
নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংয়ের ঘটনা ঘটবে কোয়ালিশনের সদস্য সংগঠন
তাৎক্ষণিকভাবে একে অপরের সাথে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করবে। করোনা ভাইরাসে
ক্ষতিগ্রস্ত আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষকে স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন
সহযোগিতার বিষয়ে সচেতন থাকার আহবান জানান।
সিএসও এইচআরডি কোয়ালিয়শন সমন্বয় সভা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬
দিনের কর্মসূচি উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় উন্নয়ন সংগঠন স্বদেশ, বরসা, সিডো,
সাতক্ষীরা প্রেসক্লাব, সহায়া, হেড, আশা লোককেন্দ্র, পদ্ম লোককেন্দ্র, ক্রিসেন্ট,
সিপিএফ, বাংলাদেশ মহিলা পরিষদ, জিডিএফ, সঞ্চিতা মহিলা উন্নয়ন সংস্থা, সামস,চুপড়িয়া মহিলা সংস্থা, ডিএমএফ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা, বাংলদেশ ভিশন, ব্রেকিং
দ্য সাইলেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনসহ সাতক্ষীরা জেলা সিএসও কোয়ালিশনের
সদস্য সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।