কালিগঞ্জের নলতা ইউনিয়নের নৌকার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আসাদুজ্জামানঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার নৌকার প্রার্থী
ভুমিদস্যু আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর ষড়যন্ত্র ও অপপ্রচারের
প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা
প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন,
আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নলতা ইউনিয়ন পরিষদের চশমা প্রতিকের স্বতন্ত্র
চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ছবিতে পরিকল্পিতভাবে আগুন জ্বালানো ও নির্বাচনে সহিংসতার
পায়তারাকারী নলতা ইউনিয়নের ত্রাস, ভূমিদস্যু ও অসংখ্য হত্যা মামলার আসামী
আবুল হোসেন পাড় এবং তার সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে
চলেছেন। নিজের লোক দিয়ে নিজের নির্বাচনী কার্যালয়ে আগুন ধরিয়ে প্রতিপক্ষ
প্রার্থীকে ফাঁসানোর চেষ্টা করছেন তিনি। তিনি ও তার সন্ত্রাসী বাহিনী
বিভিন্ন গোপন বৈঠকের মাধ্যমে বিশৃংখলা সৃষ্টি করাসহ আমার
কর্মীসমর্থকদের খুন গুম ও হাত পাঁ ভেঙ্গে দেওয়ার প্রকাশ্যে হুমকি ধামকি
দিচ্ছেন। নৌকার প্রার্থী আবুল হোসেন পাড়ের হুকুমে দেশীয় অস্ত্রে শস্ত্রে
সজ্জিত হয়ে তার ভাই ছাত্র শিবিরের সাবেক সভাপতি সিরাজুল পাড় ও বিএনপি
নেতা শহিদুল পাড় এবং সন্ত্রাসী রশিদ সরদার, বোমা করিম, সবুর পাড়, মহব্বত
আলী কারিকর, রহিম পাড়সহ তাদের ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী
প্রকাশ্যে নির্বাচন বানচাল করে সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন ও
নানা অপকর্ম করে দাঁপিয়ে বেড়াচ্ছেন। তিনি আরো বলেন, আমি নলতা ইউনিয়ন
পরিষদে অতি সুনামের সাথে পাঁচটি বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে
জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি এবং জননন্দিত হয়েছি। আমি
অন্যায়কে কখনও প্রশ্রয় দেয়নি। শুধুমাত্র জনকল্যাণে অবদান রাখতে চেষ্টা চালিয়ে
গেছি এবং ইউনিয়ন বাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করেছি। তিনি বলেন,
প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন
উপহার দেওয়ার চেষ্টা করছেন। অথচ সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে
নলতা ইউপির নৌকার প্রার্থী জনবিচ্ছিন্ন আবুল হোসেন পাড় ও তার সন্ত্রাসী
বাহিনীর সদস্যরা নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সন্ত্রাসী কার্যকলাপে
আমি ও আমার কর্মী-সমর্থকরা বর্তমানে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছি। যে
কোন সময় আমাকে ও আমার পরিবারের সদস্যসহ আমার কর্মী-সমর্থকদের খুন, গুম ও
হত্যা করবে বলে বিভিন্ন সময় জনবিচ্ছিন্ন এই আবুল হোসেন এলাকার চিহ্নিত
সন্ত্রাসীদের নিয়ে তার বাড়িতে গোপন বৈঠক করে চলেছেন। তারা আমার
নির্বাচনী প্রচার মাইক, ভ্যান ও কর্মী সমর্থকদের বিভিন্ন সময়ে খুন গুমের
পাশাপাশি সারাজীবনের জন্যে পঙ্গু করে দেওয়ার হুমকিও দিচ্ছেন। গত দুই তিনদিন
ধরে আবুল হোসেন পাড় ও তার ভাইসহ ৫০/৬০ জনের স্বশস্ত্র দল পিকআপ ও ইঞ্জিন ভ্যানে নলতা ইউনিয়নে অস্ত্রের মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি করছেন। এরই অংশ হিসাবে
বৃহস্পতিবার ভোর রাতে নলতা ইউনিয়নের পশ্চিম পাইকাড়া এলাকায় নৌকা
প্রতিকের নির্বাচনী কার্যালয়ে কথিত অগ্নিসংযোগ করে নতুন নাটকের
জন্ম দিয়েছে। তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে যে পরিকল্পিতভাবে আগুন
জ্বালিয়ে দিয়েছে তার জলন্ত প্রমান হলো তার ওই কাঠের বেড়ার অস্থায়ী কার্যালয়ে
ছবি রাখার বেঞ্চ, বেড়া ও নৌকার পোষ্টারগুলো অক্ষত অবস্থায় রয়েছে। এতে কোন
প্রকার আগুন লাগেনি। এমনকি তার অস্থায়ী কার্যালয়ের প্রতিবেশীরা খবরও রাখেন
না। কথিত এই অভিযোগে আমার ও আমার কর্ম-সমর্থকদের নামে মিথ্যা ও
ষড়যন্ত্রমুলক মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছেন নৌকার প্রার্থী আবুল হোসেন
পাড়। তারা পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে একটি কথিত নাটকের অবতারনা করে
শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি
এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিতে পরিকল্পিতভাবে আগুন জ্বালানো আবুল
হোসেন পাড় ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ ২৮ নভেম্বর
নলতায় অবাধ, সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য মাননীয়
প্রধানমন্ত্রী, আইজিপি, ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ
প্রশাসনের উদ্ধতন কৃর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।