কলারোয়া পৌর কার্যক্রম পরিদর্শন ও স্যানিটেশন বিষয়ক আলোচনা
কামরুল হাসানঃ
কলারোয়া পৌর সভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌস’র নেতৃত্বে পৌর সভায় জন্ম নিবন্ধন কার্যক্রমসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের পর্যালোচনা ও পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরে পৌরসভা হলরুমে উত্তরণের আয়োজনে স্যানিটেশন ও বর্জ্য অপসরণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাস, পৌর কাউন্সিলর ফারহানা হোসেন, আলফাজ হোসেন, শেখ জামিল হোসেন, ইমাদুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, আকিমুদ্দীন আকি, রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, দিতী খাতুন, জিএম শফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।