সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান
আসাদুজ্জামানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির
চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার
জন্য বিদেশে পাঠানোর দাবীতে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান করা
হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির
উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) কাজী আরিফুর রহমানের নিকট উক্ত স্মারকলিপি
প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য
অ্যাডঃ এ.বি.এম, সেলিম, সিনিয়র অ্যাডঃ সৈয়দ এখলেছার আলী
বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ
আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ আব্দুল জলিল(২),
অ্যাডঃ কামরুজ্জামান ভুট্টু, অ্যাডঃ আলহাজ্ব নুরুল আমীন, অ্যাডঃ
মিজানুর রহমান বাপ্পী, অ্যাডঃ আবু সাইদ রাজা, অ্যাডঃ আলমগীর
আশরাফ, অ্যাডঃ জি,এম, ফিরোজ আহমেদ, অ্যাডঃ রফিকুল ইসলাম
খোকন ও অ্যাডঃ লুৎফুন্নেছা রুবী প্রমুখ।