নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে নওয়াপাড়া জগদদ্ধাত্রী পূজা মন্দির মাঠে এ খেলা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনের খেলায় কবুঁন্দুড়িয়া যুব সংঘ ও বুধহাটা ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্দ্ধারিত সময়ে খেলা গোলশূণ্য থাকলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কুন্দুড়িয়া যুব সংঘ ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ। জলিল উদ্দিন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা মেম্বার রাফেজা খানম, চেয়ারম্যান প্রার্থী রেজবিদান, মেম্বার প্রার্থী আপ্তাবুজ্জামান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শীষ মোহাম্মদ জেরী, জুলফিকার ও গোলাম রসুল। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা ও ডালিম।