খাজরায় যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টুকু ব্যক্তিগত উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
মাদক কে না বলি বিনোদন-খেলাধুলাকে হ্যাঁ বলি- শ্লোগানকে সামনে রেখে মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টুকু নিজ কার্যালয়ে সরদার বাড়ির যুবক ছেলেদের হাতে ক্রিকেট ব্যাড, বল, র্যাকেট ও নেট তুলে দেন। আলামিন ও সুমন খেলার সামগ্রী গ্রহণ করেন। বদরুজ্জামান সরদারের স ালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসান আশরাফুরজামান ও ইব্রাহিম খলিল টুকু। এসময় মুজিবার মোল্যা ,বারিক সরদার, কামিন গাইন, ইয়ানুর গাইন, মোকলেছ গাইন, আসাদুল সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: