সাতক্ষীরা ক্রীড়া অফিস আয়োজিত ১৫ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত
সাতক্ষীরা ক্রিয়া অফিস আয়োজিত ২০-২১ বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ১৫ দলীয় আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছিলো।
সোমবার দিনব্যাপী সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের উত্তর দেবনগর সরকারি স্কুল মাঠে এই কাবাডি খেলার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫টি দলের মধ্যে ৪টি দল সেমিফাইনালে উটেছে। সেমিফাইনালে ওঠা দলগুলো হলো সাতক্ষীরা পৌরসভার, বাঁশদাহ,কুশখালি ও ফিংড়ি ইউনিয়ন।
জেলা ক্রিয়া কর্মকর্তা মোঃ খালেদ মাহমুদ এর সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেব ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাফিল গাজী। এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, উত্তর দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, স্কুল সভাপতি আবু মুত্তালিব সহ সদর থানা এলাকার সকল ইউনিয়নের বিটপুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমগ্র কাবাডি খেলা গুলো পরিচালনা করেন আহম্মদ হোসেন টুটুল, মোঃ সালাউদ্দিন ও মোঃ রুহুল আমিন।