শ্যামনগর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
Post Views:
৬১৯
শ্যামনগর প্রতিনিধিঃ
১৯৭১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশের সর্বদক্ষিণে সাতক্ষীরা জেলার সর্বশেষ সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দেশের প্রথম যুদ্ধে মুক্ত অঞ্চল হওয়ার গৌরান্বিত হয় শ্যামনগরবাসি। তন্মধ্যে শ্যামনগর পাক হানাদার ঘাটিতে এক দিনে চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা এ্যাম্বুশ করে এবং টানা ৩ ঘণ্টা যুদ্ধের পর পাক সেনা ৪ জন নিহত হয়।
এই উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আয়োজনে ১৯ শে নভেম্বর শুক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফফারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদ,
উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, সাবেক ডেপুটি কমান্ডার আবুল হোসেন গাজী, এমএ মজিদ,শ্যামনগর থানার ওসি (তদন্ত)কাজী শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি কামরুল হায়দার নান্টু প্রমুখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ হাফিজুর রহমান।
আরও জানা যায়, দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সমাবেশ, লাঠি খেলা, বাদ্য-বাজনার আয়োজনসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।