শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে রাতের আধারে ভূমি কর্মকর্তার যোগসাজসে অবৈধ স্থাপনা নির্মান
Post Views:
৪২৮
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে রাতের আধারে ভূমি কর্মকর্তার যোগসাজসে অবৈধ স্থাপনা নির্মান
শ্যামনগর উপজেলার আটুলিয়া খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত নওয়াবেঁকী বাজার রাতের আধারে বহাল তবিয়তে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। পেরীফেরী ভুক্ত জায়গায় রাতের আধারে ঘর নির্মাণের কাজে ব্যস্ত নওয়াবেঁকী বাজারে মৃত সাবুর সরদারের ছেলে মোহাম্মদ সাব্বির সরদার এমত অবস্থায় প্রতিবেদক সরজমিনে হাজির হলে কাজ বন্ধ করে দেয়। অবৈধ স্থাপনা নির্মাণ এর ব্যাপারে মোহাম্মদ সাব্বির এর কাছে জানতে চাইলে তারা বলেন এ জায়গায় আমাদের কাগজ রয়েছে তাই কাজ করছি । তাদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। ঘর নির্মাণের ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশরাফুল আলম ভারপ্রাপ্ত কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ করার অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি এবং তাদের কি কাগজ আছে অফিসে আনতে বলা হয়েছে। তার পরেও ইউনিয়ন ভূমি কর্মকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, সম্প্রতি আটুলিয়া ভূমি অফিসে ভূমি অফিসার মোঃ আশরাফুজ্জামান যোগ দেওয়ার পর থেকে পেরিফেরি জায়গায় ছাদসহ ইটের তৈরি পাকা ঘর নির্মাণের হিড়িক পড়েছে এ ব্যাপারে ঘর নির্মাণকারী সাব্বির হোসেন বলেন পেরিফেরি জায়গায় ঘর নির্মান করা কি সহজ ভূমি কর্মকর্তাকে ম্যানেজ না করলে প্রকাশ্যে এই কাজ করতে দেয় তাকে ম্যানেজ করেই তো কাজ করতে হচ্ছে। সুধীমহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।