দুপুরে প্রথম টি-২০তে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ভরাডুবির পর আজ দুপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে দুপুর দুইটায়।
বিশ্বকাপের হতাশা ভুলে পাকিস্তানের বিপক্ষে জয়ে ফিরতে চায় টাইগাররা। নড়বড়ে ব্যাটিং লাইন নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কথা বলছে টাইগারদের হয়েই।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহরা। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।
আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান ও ইয়াসির রাব্বি। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্ত। বিপরীতে শাহীন আফ্রিদী-হারিস রউফের পেস অ্যাটাক সামলানোর কঠিন পরীক্ষা নাইম-শান্তদের।
শুক্রবার প্রথম টি-২০র পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে বাকি দুই ম্যাচ। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে।