টেংরাখালীতে আব্দুল হামিদ লাল্টুর গণসংযোগ
Post Views:
৭০৮
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের আব্দুল হামিদ লাল্টুর গণসংযোগ ৷ ১৯ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৪ টায় টেংরাখালী ওয়ার্ডে এই গণসংযোগ করেন ৷ আরশাদ আমিনের মোড় থেকে হাজার সংখ্যক সমার্থককে সাথে নিয়ে ওয়ার্ডের চারিপাশ ঘুরেন আব্দুল হামিদ লাল্টু ৷ পরে আরশাদ আমিনের মোড়ে তার কার্য্যলয় মিলাদও দোয়ার মাধ্যমে উদ্বোধন করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ আফজালুর রহমান, শহিদুজ্জামান, শাহাবুদ্দিন বাবু, আঃ মান্নান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর মহিম তামিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷ আব্দুল হামিদ লাল্টু সবার উদ্দেশ্য আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেন ৷