ক্যান্সারে আক্রান্তদের সহযোগিতায় প্রাইড ফাউন্ডেশন চিকিৎসা সহায়তার চেক প্রদান করলেন ইউএনও ফাতেমা-তুজ-জোহরা
আব্দুর রহমান:
প্রাইড ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি বাজার সংলগ্ন প্রাইড ফাউন্ডেশনের কার্যালয়ে ক্যান্সার আক্রান্ত রেবেকা বেগমকে ১০ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, প্রাইড ফাউন্ডেশনের সিইও মো. শফিকুজ্জামান, কো-অর্ডিনেটর মীর ওহিদুল ইসলাম, এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, রেঁনেসা সমবায় সমিতির ম্যানেজার আনিনুল ইসলাম, দৈনিক সাতঘরিয়া পত্রিকা’র মফস্বল বার্তা সম্পাদক মো. আব্দুর রহমান, সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানার শিক্ষক হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় প্রাইড ফাউন্ডেশনের সিইও মো. শফিকুজ্জামান প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকান্ড এবং অঙ্গ সহযোগি প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘প্রাইড ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্তসহ অসুস্থ্য মানুষের সেবা ও সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।’
সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রতিষ্ঠানের সফলতা কামনা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘ক্যান্সার একটি দুরারোগ্য রোগ এবং এর চিকিৎসাও ব্যয়বহুল। তাই এ ধরণের রোগীদেরকে সহায়তা করার সহমর্মিতা নিয়ে এগিয়ে আসাটা একটি মহতী উদ্যোগ। এই ধরণের উদ্যোগ ক্যান্সার আক্রান্ত রোগী ও রোগীর পরিবারের সদস্যদের একটি বিরাট প্রাপ্তি। চিকিৎসা সেবায় সহযোগিতার জন্য প্রাইড ফাউন্ডেশনকে তিনি ধন্যবাদ জানান এবং প্রাইড ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।’
আর্থিক সহায়তা প্রদান শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ অতিথিবৃন্দ সুরাইয়া সুলতানা ইরানী কমপ্লেক্স ও এতিমখানা পরিদর্শন করেন এবং এতিম শিশুদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।