সাতক্ষীরায় লবণাক্ত এলাকায়  কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ  বিতরণ 

নিজস্ব প্রতিনিধি:
উপকূলীয় লবণাক্ত এলাকার কৃষকদের মাঝে  বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (  ১৭ নভেম্বর)  সকালে ( এসএসিপি ) প্রল্পের অর্থায়নে ও  কৃষি গবেষণা কেন্দ্র  বারি বিনেরপোতা  সাতক্ষীরার বাস্তবায়নে শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের যাদবপুর গ্রামের  ৪০ জন ও কালিগঙ্জ  উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ১০ জন মোট ৫০ জন কৃষকের মাঝে ৮ কেজি করে  খেশারী ডাল ও সূর্য মুখী বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রে বারি বিনেরপোতা  সাতক্ষীরা উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ও ষ্টেশন ইনর্চাজ ড. মো. আরিফুর রহমান,   বৈজ্ঞানিক সহকারী আব্দুর সামাদ,  কৃষক আজিজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সাতক্ষীরা লবণাক্ত এলাকার  কৃষকদের কথা চিন্তা করে আমরা কাজ করে যাচ্ছি।  আশা করি এ ধরণের ফসল এই  লবণাক্ত উপকূল অঞ্চলে  খুব ভালো হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)