শ্রীউলায় বসতবাড়িতে হামলা ভাংচুর মহিলা গুরুতর আহত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনায় এক প্রতিবন্ধী মহিলা গুরুতর আহত হয়েছে। আহত নাজমা খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিয়নের বকচর গ্রামে এ ঘটনা ঘটে।
বকচর গ্রামের মৃত সবুর সরদারের পুত্র সোহেল রানা বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, তাদের বসতভিটার জমি ভাগাভাগি নিয়ে মৃত জব্বার সরদারের ছেলে আঃ ওহাব সরদার দিং এর সাথে দ্বন্দ্ব ছিল। আঃ ওহাব, তার ছেলে আশরাফুল, ইশার আলি ও ইব্রাহিম শত্রুতা সৃষ্টি করে তাদেরকে (বাদী) হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিল। বিভিন্ন সময় অশ্লীল ভাষায় গালিগালাজ, মারধরে উদ্যাত ও জীবন নাশের হুমকী দিয়ে থাকে। এরই জের ধরে ১১ নভেম্বর সকাল ৯ টার দিকে বাদী ও তার মা বাড়িতে না থাকার সুযোগে আঃ ওহাব, আশরাফুল, ইশার আলি, ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ দা, চাইনিজ কুড়াল, হাতুড়ি, রড, বাঁশের লাঠি নিয়ে বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে রান্না ঘর ও টয়লেট ভাংচুর করতে থাকে। বাদীর শ্রবন প্রতিবন্ধী বোন নাজমা খাতুন (২৮) বাধা দিতে গেলে বেদম মারপিট করে রক্তজমাট জখম করা হয়। শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। ৩৫০০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ও ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে চলে যায়। বাদী খবর পেয়ে বাড়িতে ফিরে গুরুতর আহত নাজমাকে জায়গীর মহল হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে আশাশুনি থানায় লিখিক এজাহার দাখিল করা হয়েছে। এসআই জুয়েল ঘটনাস্থান পরিদর্শন করেছেন।