ব্রাজিলকে রুখে দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক:
লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বুধবার সুপার ক্লাসিকোতে ব্রাজিলকে রুখে দিয়েছে। এ ম্যাচে গোল শূন্য ড্র করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এছাড়া দিনের অপর ম্যাচে চিলিকে ২-০ ব্যবধারে হারিয়েছে ইকুয়েডর। ফলে বাছাইয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ২০২২ বিশ্ব আসরের টিকিট পেয়ে গেল।
ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) নিজেদের টুইটারে পোস্ট দিয়ে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে অভিন্দন জানিয়েছে।
আর এমন সংবাদ পেয়ে ড্রেসিং রুমে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায় আর্জেন্টাইন দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের পর এক উদযাপনের ভিডিও প্রকাশ করতে থাকেন আলবেলিসেলেস্তে তারকারা।
এদিন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচটি শুরু হয়। হাইভোল্টেজ এ ম্যাচে ঘরের মাঠ সান হুয়ানে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও জয় তুলতে ব্যর্থ হয় মেসির দল।
তবে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পর যখন খবর আসে আগামী বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা, এরপর উল্লাস করতে থাকেন অ্যাঞ্জেল ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিরা। শেষ দুই বছর সব মিলিয়ে ২৭ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা।
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে আট জয় পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৪ ম্যাচে সাত জয়, দুই ড্র পাঁচ পরাজয়ে তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। সমান ম্যাচে চতুর্থ স্থানে থাকা কলম্বিয়ার ৩ জয় আট ড্র ও ৩ পরাজয়ে মোট পয়েন্ট ১৭।