তেলের জাহাজে বিস্ফোরণ: প্রাণ গেল পাঁচজনের
নিউজ ডেস্ক:
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে একদিনেই দগ্ধ আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মঙ্গলবার বিভিন্ন সময়ে তারা মারা যান।
মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে মৃতরা হলেন- শহিদ তালুকদার, মেহেদী হাসান, মো. পিরন, মো. রনি ও আশিকুর রহমান। এর আগে, শুক্রবার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে জাহাজের সুকানি কামরুল ইসলাম মারা যান। এ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন বলেন, ওই জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মোট সাতজন হাসপাতালে এসেছিলেন। এর মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন বাকি পাঁচজন মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।
শুক্রবার সকালে ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকার সুগন্ধা নদীতে নোঙর করে রাখা অয়েল ট্যাংকার সাগর নন্দিনী-৩ জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছিলেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহীদুল ইসলাম। জাহাজটিতে নাবিকসহ মোট ১৩ জন কর্মী ছিলেন।