দেবহাটায় মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় মৎস্য জীবিদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘জল যার জলা তার, শেখ হাসিনার অঙ্গীকার’-এই শ্লোগানকে সামনে রেখে জলমহাল নীতিমালা অনুযায়ী প্রকৃত মৎস্য জীবিদের অধিকার আদায়ে এ মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবি সমিতি, ভুমি কমিটি ও গণ-উন্নয়ন ফেডারেশনের আয়োজনে এবং উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রবিন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম। মানববন্ধনে ভূমি কমিটির প্রচার সম্পাদক এমএম সাহেব আলীর সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা উপজেলা ভূমি কমিটির সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, ভূমি কমিটির সদস্য আমজাদ হোসেন, বলরাম মন্ডল প্রমুখ। এসময় উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের সহকারী সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরনের শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম সহ উত্তরনের নিথর চন্দ্র মন্ডল, শিরিনা খাতুন এবং উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর কাছে জলমহাল নীতিমালা ২০০৯ অনুসারে প্রকৃত মৎস্যজীবিদের অধিকার নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা।