দল ছাড়া একাই অনুশীলন করলেন মুশফিক
স্পোর্টস ডেস্ক:
টি-২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশে পৌছেছে পাকিস্তানিরা। এদিকে সিরিজ উপলক্ষে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে দলের সঙ্গে নয়, সোমবার একাই অনুশীলন করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
আজ দুপুর ১২টায় মিরপুরের মূল মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। সেখানে জাতীয় দলের বাইরে কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন লিখন, তৌহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমনসহ বেশ কিছু খেলোয়াড় থাকলেও ছিলেন না মুশফিকুর রহিম।
তখন জানা যায়, দলের সবাই সূচি অনুযায়ী অনুশীলনে নামলেও মুশফিক সবার আগেই নিজের অনুশীলন সেরে ফেলেছেন। তবে এই অনুশীলনের ধরণটা ছিল কিছুটা সন্দেহপূর্ণ। কারণ মুশফিক দলের সঙ্গে অনুশীলন তো দূরের কথা, ওয়ার্মআপ কিংবা ফিল্ডিং অনুশীলনও করেননি।
সোমবার সকাল নয়টায় মিরপুরে এসে হালকা জিম করে ইনডোরে চলে যান মুশফিক। সেখানে কিছুক্ষণ ব্যাটিং করে চলে যান ড্রেসিংরুমে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কাছে জানতে চাইলে তিনি জানান, মুশফিক বিশ্রাম নিচ্ছেন।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে টি-২০ স্কোয়াডে থাকছেন না মুশফিক। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার নাকি টি-২০ সিরিজ থেকে বিশ্রাম চেয়েছেন। এই কারণে মূল স্কোয়াডে তাকে বিবেচনা করা হচ্ছে না। তাই দলের বাইরে একাকী অনুশীলন করে যাচ্ছেন তিনি।
মুশফিক ছাড়াও বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে যাচ্ছেন লিটন দাস ও সৌম্য সরকার, এমনই আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া ইনজুরির কারণে এমনিতেই সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহানের থাকার সম্ভাবনা নেই। ফলে পাকিস্তানের বিপক্ষে কিছুটা খর্বশক্তির দল নিয়েই নামছে বাংলাদেশ।