বৃষ্টি নিয়ে যে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস
নিউজ ডেস্ক:
রাজধানীসহ সারাদেশে শীতের হিম হিম ভাব এসে গেছে। তবুও গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকে। যখন-তখন ঝরছে বারিধারা। এরই মধ্যে নতুন দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বঙ্গেপসাগরে লঘুচাপের প্রভাবে আজও সারাদিন আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি ঝরতে পারে বৃষ্টি।
তবে আগামীকাল মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে সকালের দেখা পাওয়া যেতে পারে। তবে এ পরিস্থিতি দু-তিন দিনের মধ্যে বদলে গিয়ে আবারও মেঘ আর দমকা হাওয়া শুরু হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে আরেকটি লঘুচাপ তৈরি হয়ে আছে। এটি আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি আরও ঘণীভূত হতে পারে। এর প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ দেখা গেছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের এই প্রবণতা হ্রাস পেতে পারে। এরপর আগামী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে গত কয়েকদিনের বৃষ্টি শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। এর প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বেশ নেমে এসেছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।