কালিগঞ্জে বাবা মায়ের উপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে বাবা মায়ের উপর অভিমান করে শেখ রাজা (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
সে উপজেলার কুশলিয়া ইউনিয়নের শেখ বাহউদ্দীনের ছেলে ও দক্ষিণ শ্রীপুর কুশলিয়া স্কুল এন্ড কলেজের এসএসসি পরিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ ই নভেম্বর) রাত ২ টার দিকে।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুর রহমান জানান, এস এসসি পরীক্ষার্থী রাজা তার পিতার কাছে একটি মোটর সাইকেল দাবি করে। তার পিতা পরীক্ষার ফলাফল প্রকাশ হলে মোটর সাইকেল কিনে দিবে বলে রাজাকে জানান। কিন্তু তার ছেলে পরীক্ষা শেষ হলেই মোটর সাইকেল কিনে দিতে হবে বলে বায়না ধরে। এসময় তার বাবা-মা দুজনে তাকে বকাঝকা করে। পরবর্তীতে রাত ১১ টার দিকে পড়াশুনা শেষে খাওয়া দাওয়া করে তার রুমে ঘুমাতে যায় রাজা । রাত ৩ টার দিকে রাজার দাদি নামাজ পড়তে উঠে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে পরিবারের ও আশেপাশের লোকজন ছুটে এসে ওই পরীক্ষার্থীর নিথর দেহ মাটিতে নামায়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে বলে জানান তিনি।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা-মায়ের উপর অভিমান করে রাজা রশির সাহায্যে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে রাজা নামের ওই পরীক্ষার্থী। পরিবারের কোন অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us: