মুন্সীগঞ্জের আকাশলীনার নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের মুন্সীগঞ্জের আকাশলীনার নবনির্মিত রেস্ট হাউস উদ্বোধনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এ সময়ে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন, সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান বিভাগীয় কমিশনার (এনডিস) জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম, জেলা প্রশাসক হুমায়ুন কবির ৷ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্ল্যাহ, প্রকল্প বাস্তবায়ন অফিসার শাহিনুল ইসলাম সহ আরও অনেকে ৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম আকাশলীনা টুরিজমে রেষ্ট হাউসের নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্বোধনের পর শ্যামনগর উপজেলা মসজিদের খতিব মুফতি আব্দুল খালেক দোয়া অনুষ্ঠান সম্পন্ন করেন ৷
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে পর্যাটন শিল্পের উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখেছেন ৷ এই সরকার জনগণের সরকার এবং পর্যটনকে উন্নয়নের জন্য এসব কাজের পরিকল্পনা বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছেন ৷ তিনি আরও বলেন, সুন্দরবনের যাতে সহজে মানুষ আসতে পারে, দেখতে পারে, পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, প্রকৃতিকে ঠিক রেখে একটি পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র গড়ার চেষ্টা করছে সরকার ৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্বোধনের পর মধ্যন্নভোজনের শেষে সুন্দরবন পরিদর্শন করে খুলনার উদ্দেশ্য রওনা দেন ৷
Please follow and like us: