ট্রেনের টিকিটের মূল্য বাড়ছে না: রেলমন্ত্রী
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়লেও ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
শনিবার সকালে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পুনরায় চালুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
রেলমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এ রকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম।
রেলমন্ত্রী বলেন, এ কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা ভবিষ্যতে করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে।
এ সময় রেল মন্ত্রণালয়ের সচিব ও ডিজিসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please follow and like us: