খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর (শনিবার) সকালে খুলনার একটি হোটেলে সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম। ব্যাংকের খুলনা অ লের আ লিক ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক জি এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষ বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোল্লা আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের জীবন মান উন্নয়নে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যাংকের শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ট প্রদান অব্যাহত আছে। স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, দারিদ্র্য বিমোচনে ব্যাংক ব্যপক ভূমিকা পালন করছে। তিনি ব্যাংকের সকল কর্মকর্তা/কর্মচারীদের সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন আপনাদের উপর ব্যাংকের ভিত্তি নির্ভর করছে। তিনি আরো বলেন, ব্যাংক এগিয়ে যাচ্ছে। বর্তমানে ব্যাংক আরো গতিশীল হয়েছে। খুলনা অ লের সকল উপজেলায় পর্যায়ক্রমে শাখা স্থাপন করা হবে। সম্মেলনে সাতক্ষীরা, খুলনা, নড়াইল ও যশোর জেলার ১৯টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান স লনা করেন ফকিরহাট শাখার ব্যবস্থাপক জয়নাব খাতুন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)