বটিয়াঘাটায় ৩ ইউপি নির্বাচনে লিটু, ওবায়দুর ও রিটু নির্বাচিত
খুলনা প্রতিনিধিঃ
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ টি ইউনিয়নে বটিয়াঘাটার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন ২২ প্রাথী’ । বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তি পুর্ণ ভাবে ভোট সম্পন্ন হয়ে রাত ৯ টার দিকে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো ৮৩%। ভোট কেন্দ্র পরিদর্শনে যান বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, বটিয়াঘাটা থানার ওসি মোঃ শাহ জালাল, নির্বাচন অফিসার মোঃ আব্দুস সাত্তার, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, হিরামন মন্ডল সাগর, অমলেন্দু বিশ্বাস, সহ সম্পাদক ইমরান হোসেন সুমন, শাহীন বিশ্বাস, সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, অজিত রায়, রুবেল গোলদার, তোরান হোসেন রানাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
সুরখালী ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সুরখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও নৌকার প্রার্থী শেখ জাকির হোসেন লিটু তিনি পেয়েছেন ৮ হাজার ৯শ, নিকটতম হয়েছেন বিএম মাসুদ রানা ৫ হাজার ৬ শ ভোট পেয়েছেন। বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগ সদস্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পল্লব বিশ্বাস রিটু নিকটতম হয়েছেন অনুপম মন্ডল। ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ ওবায়দুর রহমান নিকটতম হয়েছেন সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু। ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ২২ জন। প্রার্থীরা হলেন বটিয়াঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৪জন। প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ পুত্র উপজেলা আ’লীগ নেতা পল্লব বিশ্বাস রিটু, বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সাবেক সাংসদ এর জামাতা অনুপম মন্ডল এবং বিএনপি নেতা মোঃ ইমরান হোসেন মোল্লা।
সুরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলো ৫ জন । প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম শেখ আফছার উদ্দিন শেখের ভাতিজা শেখ জাকির হোসেন লিটু ( নৌকা),বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী সরদার (চশমা),উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক আ’লীগ বিদ্রোহী প্রার্থী বি এম মাসুদ রানা (আনারস),সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হেমায়েত আলী ও মাওলানা হাফিজুর রহমান শেখ। ভান্ডাকোট ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ১২ জন । প্রার্থীরা হলেন, আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (নৌকা),বর্তমান ইউপি চেয়ারম্যান আলীগ নেতা ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ওবায়দুল শেখ, আলীগ নেতা মোঃ আলমগীর হাওলাদার, মোঃ ইমরান উল্লাহ, মোঃ আমানত আলী শেখ, মোঃ খোকন মোল্লা, মোঃ ইখতিয়ার হোসেন মোল্লা, মোঃ শফিউল্লাহ শেখ, মোঃ মাহাবুর রহমান শেখ, মোঃ আজিজুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শেখ রওশান আলী। বটিয়াঘাটা নির্বাচন অফিসার মো আব্দুস সাত্তার বলেন, ৩ ইউনিয়নে ভোট হয়েছে সুষ্ঠু ও শান্তি পুর্ণ। কোথাও কোন অপ্রিতীকর ঘটনা ঘটেনি। আমি নির্বাচনী কাজে দায়িত্ব প্রাপ্ত সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের অভিনন্দন জানাই।
সার্বিক বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান বলেন, বটিয়াঘাটার সুরখালী, ভান্ডারকোট ও বটিয়াঘাটা সদর ইউনিয়নে দ্বিতীয় ধাপের নির্বাচন শান্তি পুর্ণ ভাবে শেষ হয়েছে। কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলো কঠোর নজর দারিতে। আমি নিজেও সব কেন্দ্র পরিদর্শন করেছি।
Please follow and like us: