দেবহাটায় নৌকার কর্মীকে হুমকি দেয়ায় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে জিডি
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতনের কর্মীকে হুমকি দেয়ার ঘটনায় বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজের বিরুদ্ধে দেবহাটা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। মঙ্গলবার আ.লীগের প্রার্থী ফারুক হোসেন রতনের কর্মী ও মাঝ সখিপুরের রবিউল ইসলামের ছেলে আবু রায়হান দেবহাটা থানায় সাধারণ ডায়েরীটি দায়ের করেন।
সাধারণ ডায়েরীতে আবু রায়হান বলেছেন, সোমবার রাত ১০টার দিকে তিনি সহ তার সাথে থাকা হাফিজুল ও রেজাউল নামের দুই বন্ধু একত্রে ধোপাডাঙ্গা মোড় হয়ে পাঁচপোতা গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। তারা ধোপাডাঙ্গা মোড়ে পৌঁছালে বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ তাদের মোটর সাইকলেটির গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাদের প্রাননাশের হুমকি দেয়। তাছাড়া ইতোপূর্বে তার বাড়িতে গিয়েও ওই প্রার্থী তাকে একাধিকবার হুমকি দিয়ে এসেছে বলেও জিডিতে উল্লেখ করেছেন ভুক্তভোগী আবু রায়হান।
উল্লেখ্য, বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ সখিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যাচেষ্টা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামী এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক। ২০১৮ সালের ২ জানুয়ারী ফারুক হোসেন রতনকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় আব্দুল আজিজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন রতনের পরিবার। এরপরই দলীয় পদ থেকে আব্দুল আজিজবে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কৃত হলেও আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন চান আজিজ। কিন্তু তাকে দলীয় মনোনয়ন না দেয়া হলে, বিদ্রোহী প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন তিনি।