ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের আনারস প্রতীকের উঠান বৈঠক ও গণসংযোগ
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী একাধিক উঠান বৈঠক ও ব্যাপক গনসংযোগ করেন। তিনি গতকাল মঙ্গলবার সকাল ৬ টা থেকে ডুমুরিয়ার গোলনা গ্রামের দাসপাড়া ও রাহাপাড়ায় সকল বাড়িতে যেয়ে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। সকাল ৮ টায় ডুমুরিয়া গোডাউনের পাশে হতদরিদ্রদের কাছে যেয়ে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। সকাল ১০ টা থেকে খলশী গ্রামের সকল বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেন।
বিকেলে সাজিয়াড়ায় গনসংযোগ করেন। আরাজি ডুমুরিয়া মিরবাড়ি সকাল ৮ টায় এক উঠান বৈঠক করেন। সকাল ৯ টায় খলশী গাজীপাড়ায় অপর একটি উঠান বৈঠকে অংশ নেন। এরপর হাজিডাঙ্গা ও গোলনায় দুপুর ৩ টা পর্যন্ত বাড়ি বাড়ি যেয়ে আনারসের পক্ষে ভোট প্রার্থনা করেন।
সকাল ১১ টায় ডুমুরিয়া বড় বাজারে বসবাসকারীদের বাড়ি বাড়ি যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। বিকেলে দাসপাড়ায় সকল বাড়ি বাড়ি আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। রাতে বিভিন্ন চায়ের দোকানে আগতদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। ডুমুরিয়া দাসপাড়ায় দামোদর উৎসবে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এ সময়ে উপস্হিত ছিলেন এস এম জামসেদ, সাংবাদিক আব্দুর রশিদ বাচ্চু, তাহের হালদার, জাকির মোল্লা, হারুন অর রশিদ বাবু, নীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইয়াসিন মোড়ল, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ।
অপর দিকে আনারসের পক্ষে উত্তর ডুমুরিয়া, খলশী ও আরাজি ডুমুরিয়ায় গনসংযোগ করেন জিন্নাত শেখ, শাহাজান শেখ, নীলপদ দাস, রহমান মোড়ল, রফি মোড়ল, মাহাবুর শেখ, রাধাকান্ত দাস প্রমুখ।
Please follow and like us: