সাতক্ষীরা সদর থানার ওসি হৃদরোগে আক্রান্ত
ডেস্ক নিউজ:
সাতক্ষীরা সদর থানার ওসি মো: দেলোয়ার হুসেন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে থানা চত্ত্বরে র্যাকেট খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষনিকভাবে তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা উক্ত হাসপাতালে দেখতে যান। সেখানে সাময়িক চিকিৎসা দিয়ে রাতেই খুলনা সিটি হাসপাতালে নেওয়া হয়। সকালে পরিবারের সদস্যরা সেখানে পৌছায়। বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ারএ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। খুলনা পর্যন্ত সঙ্গে থাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বুলু জানান, ঢাকা নেওয়ার আগেই সহকর্মী দেলোয়ার হুসেন অনেকটাই সুস্থ হয়ে উঠেন এবং তিনি কথা বলছিলেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Please follow and like us: