সাতক্ষীরায় ফাস্ট সিকিউটি ইসলামি ব্যাংক রাগবি প্রতিযোগিতা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে ফাস্ট সিকিউটি ইসলামি ব্যাংক রাগবি প্রতিযোগিতা ২০২১।
সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ফাস্ট সিকিউটি ইসলামি ব্যাংক সাতক্ষীরা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য তানজিম কামাল তমাল ও জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক।
সাতক্ষীরা রাগবি ক্লাব আয়োজিত চার দলীয় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় সাতক্ষীরা পৌরসভা ও ধুলিহর ইউনিয়ন ।
খেলায় রেফারির দায়িত্ব পালন বাংলাদেশ রাগবি ফেডারেশনের ভলেন্টিয়ার কোর্স আল ইমরান ।
Please follow and like us: