সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও কর্মী-সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ভয়ভীতি ও জীবন নাশের হুমকি
আসাদুজ্জামানঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদর
উপজেলা ফিংড়ি ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় নৌকার প্রতিকের চেয়ারম্যান
প্রার্থী ও তার কর্মী-সমর্থক কর্তৃক স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের
ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। আনারস প্রতিকের
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ লুৎফর রহমান প্রশাসনের বিভিন্ন দপ্তরে এ
ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। একই সাথে তিনি তার ইউনিয়নে কয়েকটি
ঝুকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহনেরও দাবী
জানিয়েছেন। তিনি রোববার সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা
নির্বাচন অফিসার, সদর উপজেলা নির্বাচন অফিসার, সাতক্ষীরা প্রেসক্লাবের
সভাপতি/ সাধারন সম্পাদক ও র্যাব সাতক্ষীরা ক্যাম্প অধিনায়কসহ প্রশাসনের
বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন।
তিনি তার লিখিত আবেদনে উল্লেখ করেছেন, আমার প্রতিদ্বন্দী নৌকা প্রতিকের
চেয়ারম্যান প্রার্থী সামছুর রহমান, তার পুত্র, ভাই ও কর্মী-সমর্থকরা আসন্ন
ইউপি নির্বাচনে আমার ও আমার কর্মী-সমর্থকদের ভয়ভীতি,মারধর ও জীবননাশের
হুমকিসহ এলাকায় ত্রাস সৃষ্টি করিতেছে। নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে
গোলযোগ সৃষ্টি করিবে বলে আস্ফালন করিয়া বেড়াচ্ছে এবং জোরপূর্বক ভোট
কেটে নেবে বলে হুমকিও দিচ্ছে। এমতাবস্থায় ১৪ নং ফিংড়ি ইউনিয়নের শিমুল
বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এল্লারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিথা
সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ জোড়দিয়া শহীদ কাজল স্মৃতি সরকারী
প্রাথমিক বিদ্যালয়, গোবরদাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কুলতিয়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র গুলো খুবই ঝুকিপূর্ণ বলে আমি আশংকা প্রকাশ
করছি। উক্ত কেন্দ্র গুলোতে নির্বাচনের আগে থেকেই প্রয়োজনীয় বাড়তি
নিরাপত্তাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠ ও
নিরপেক্ষ হয় সে জন্য তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন
অফিসারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কাছে লিখিত আবেদনের মাধ্যমে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন।