“নলতা হাইস্কুলে ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান”
মনিরুজ্জামান (মহসিন), নলতা:
বিগত সময়ের আলোকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলে ৮ নভেম্বর সোমবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী, কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলে ৬ষ্ঠ থেকে ১০ ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ১৪ জন ছাত্র ও ৬ জন ছাত্রী সহ ২০ জন দরিদ্র, মেধাবী ও অসহায় শিক্ষার্থী প্রত্যেককে মাসিক ৫ শত টাকা হারে ২০২১ সালের জন্য ১২ মাসের এককালীন ৬ হাজার করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নলতা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও মাঘুরালী গ্রামের বাসিন্দা মরহুম ছিয়ামত আলী বিশ্বাস এর ৪র্থ কন্যা, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো. শহীদুল আলম এর বোনের পক্ষ থেকে তার নামে বৃত্তির টাকা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ড. হোসনেয়ারা বানুর সহপাঠী মো. আব্দুল মোনায়েম এবং একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)। উপস্থিত ছিলেন ড. হোসনেয়ারা বানু’র মেজ ভ্রাতা, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, আলহাজ্জ মো. রেজাউল ইসলাম, নলতা এস ডি এফ সংস্থার নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম, নলতা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মো. মাহাবুর রহমান, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, হিসাবরক্ষক ভরত চন্দ্র প্রমূখ।
বক্তারা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বৃত্তির টাকা দিয়ে বাজে খরচ না করে যার যার শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যয় করে মানুষের মত মানুষ হওয়ার এবং ড. হোসনেয়ারা বানু’র দীর্ঘায়ূ কামনা ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে তার মত সমাজে অবদান রাখার আহবান জানান।
উল্লেখ্য, ড. হোসনেয়ারা বানু ১৯৮১ সালে ঐতিহ্যবাহী নলতা হাইস্কুল থেকে প্লেস করার কৃতিত্ব অর্জন করেছিল।
Please follow and like us: