তৃণমূল রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ভোমরা রাগবি দল
সাতক্ষীরায় প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে ফাস্ট সিকিউটি ইসলামি ব্যাংক
রাগবি প্রতিযোগিতা ২০২১। বাংলাদেশ রাগবি ফেডারেশন এর পৃষ্ঠপোষকতা ও
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং সাতক্ষীরা রাগবি ক্লাবের
আয়োজনে সাতক্ষীরাতে তৃণমূল রাগবি প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ
৮ নভেম্বর সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
তৃণমূল রাগবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম আশিকুর রহমান আশিক – (সভাপতি, সাতক্ষীরা
জেলা ছাত্রলীগ) , তানজিম কালাম তমাল- (নির্বাহী সদস্য সাতক্ষীরা জেলা
ক্রীড়া সংস্থা ও ব্যাবস্থাপনা পরিচালক লেক ভিউ ক্যাফে এন্ড
রেস্টুরেন্ট), আল ইমরান – ভি.সি বাংলাদেশ রাগবি ফেডারেশন।
সাতক্ষীরা রাগবি ক্লাব আয়োজিত চার দলীয় এই টুর্নামেন্টে অংশ নেন-
সাতক্ষীরা পৌরসভার রাগবি দল, লাবসা ইউনিয়ন রাগবি দল, ভোমরা ইউনিয়ন
রাগবি দল, ধুলিহর ইউনিয়ন রাগবি দল।
প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ধুলিহর রাগবি দলকে ২৫- ১৫ পয়েন্টে
হারিয়ে পৌরসভা রাগবি দল জয়লাভ করেন এবং দ্বিতীয় খেলায় লাবসা
রাগবি দলকে ০৫-৩০ পয়েন্টে হারিয়ে ভোমরা রাগবি দল জয় লাভ করেন। ৩য় খেলায়
লাবসা রাগবি দলকে ০৭-১৫ পয়েন্টে হারিয়ে ধুলিহর জয়লাভ করেন। ৪র্থ খেলায়
পৌরসভা রাগবি দলকে ১০- ২৫ পয়েন্টে হারিয়ে ভোমরা ফাইনালে সুয়োগ পায় এবং ৫ম
খেলায় ধুলিহর রাগবি দলকে ০৭-১০ পয়েন্টে হারিয়ে ফাইনালে যায় সাতক্ষীরা
পৌরসভা। ফাইনালে সাতক্ষীরা পৌরসভা রাগবি দলকে ০৫-৩২ পয়েন্টে হারিয়ে
ভোমরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
চাম্পিয়ান ও রানার – আপ দলকে ট্রফি তুলে দেন ফাস্ট সিকিউরিটি ইসলামী
ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়ব হাসান -(সাবেক ফিফা এলিট রেফারি,
সাধারণ সম্পাদক সাতক্ষীরা ফুটবল রেফারীজ এসোসিয়েশন। এস.এম আশিকুর রহমান
আশিক- সভাপতি সাতক্ষীরা জেলা ছাত্রলীগ, মোঃ তানজিম কালাম তমাল-
(ব্যবস্থাপনা পরিচালক লেক ভিউ) রাহাত রাজা- পরিচালক কৃষি ও কৃষকের গল্প
পরিবার। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের
ভলেন্টিয়ার কোচ আল ইমরান ।