স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন রুমা
স্বামী নূর হোসেনকে বাঁচাতে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নিজের কিডনিই দিলেন স্ত্রী রুমা।
১৪ বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকে নূর হোসেনের কোনো না কোনো অসুখ লেগেই থাকতো। এ দম্পতির বড় ছেলে রিফাত স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। ছোট ছেলে সিফাতের বয়স মাত্র পাঁচ বছর। তাদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নে।
রুমা বেগম বলেন, অনেক খোঁজাখুঁজির পর ভেবে চিন্তে আমার স্বামিকে কিডনি দিয়েছি। এতে আমাদের পরিবারও খুশি।’
রুমার মা আমিনা বেগম জানান, ‘স্বামীর বিপদে স্ত্রীদেরই পাশে থাকতে হয়। সবকিছু ভেবে আমরা খুবই খুশি।’
বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য নূর ইসলাম জানান, এ যুগে এরকম ঘটনা বিরল দৃষ্টান্ত। তারা দুজনই সুস্থ থাকুক।’
চার বছর আগে চিকিৎসক রুমা বেগমকে জানান নূর হোসেনের দুটি কিডনিই নষ্ট। একটি ভালো কিডনি নূর হোসেনের শরীরে প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো সম্ভব না।
পাঁচ মাস আগে নূর হোসেনের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিসেস (সিকেডি) কেন্দ্রে তার চিকিৎসা শুরু হয়। চলতি বছরের ৩১ অক্টোবর রুমার একটি কিডনি নূর হোসের শরীরে প্রতিস্থাপন করা হয়। এখন তারা দুজনই সুস্থ আছেন।