স্কটল্যান্ডকে উড়িয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে স্কটল্যান্ডকে ৮১ বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা এখনো কিছুটা বাঁচিয়ে রাখল কোহলির দল।
শুক্রবার (৫ নভেম্বর) ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৭.৪ ওভারে ১০ উইকেটে ৮৫ রান করে স্কটল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জর্জ মুনসি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত। এই রান তুলতে মাত্র দুটি উইকেট হারিয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন লোকেশ রাহুল। মাত্র ১৯ বলে ছয় বাউন্ডারি ও তিন ছক্কায় এ রান করেন তিনি। ১৬ বলে ৩০ রান করেন রোহিত শর্মা।
প্রসঙ্গত, দিনের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই জয়ে গ্রুপ-২ তে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে তারা। পয়েন্ট ছয়। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলে সহজেই আট পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে কিউইরা।
অন্যদিকে ভারত আজ জেতায় তাদের পয়েন্ট এখন চার। শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ছয়। কিন্তু নিউজিল্যান্ডের যদি আট হয়ে যায় তাহলে আর ছয় পয়েন্ট নিয়েও লাভ হবে না কোহলিদের। তাই কিউইরা যদি তাদের পরের ম্যাচে হারে তবেই ভাগ্য খুলবে ভারতের। তখন দু’দলের সমান পয়েন্ট হবে ছয়।
সেক্ষেত্রে যারা রানরেটে এগিয়ে থাকবে তারাই যাবে। একই সমীকরণ আফগানদের সামনেও। তাই ভারত ও আফগানিস্তান দু’দলই চাইবে নিউজিল্যান্ড যেন তাদের শেষ ম্যাচে হেরে যায়। এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান।