শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
Post Views:
৪৬৬
তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৬ (নভেম্বর) শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ আর শেষ হয় বিকাল ৪ টা পর্যন্ত । উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯ জন অংশগ্রহণ করেন। এতে সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. হায়দার আলী (ঘড়ি),
মো. ঈশা খান (আম), এস.এম শামসুজ্জামান (ছাতা), মো. আল-আমিন গাজী (দোয়াত কলম) এবং সংরক্ষিত আসনের নারগিস বেগম বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান নির্বাচনের প্রিজাংডিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুভার ভাইজার প্রভাষ কুমার দাশ, অফিস সহায়ক মো. হাসমত আলী, মো. সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হক মোড়ল বলেন, ২৭১ জন অভিভাবক সদস্য ভোটার ছিলেন। সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৪ জন পুরুষ সদস্য নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছেন। এছাড়া সংরক্ষিত আসনে নারগিস বেগম ও বিদ্যালয়ের সাধরন শিক্ষক সদস্য বিনা প্রতিদ্বন্বীতায় নির্বাচিত হন।