কাদাকটিতে অবঃ প্রধান শিক্ষক হাফিজউদ্দীনের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজউদ্দীন মালী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অনন্না ইলায়হি রাজিউন)।
আরার গ্রামের মৃত নাছের আলী মালীর ছেলে হাফিজউদ্দীন মালী দীর্ঘদিন স্ট্রোকে আক্রান্ত হয়ে বিভিন্নস্থানে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২.৪৫ টায় নিজস্ব বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল সাড়ে ১০টায় আরার জামে মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে ইমামতি করেন, আরার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আমানউল্লাহ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জোড়দিয়া শেখপাড়া বাইতুল আতিক জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ফরিদ আহমদ আরারী, কচুয়া আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওঃ আহসানউল্লাহ, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জিয়াউর রহমান ও মরহুমের বড় ছেলে আরাফাত হোসেন পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, কাদাকাটি আলে হাদিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক, কাদাকাটি সানা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওঃ শিহাব উদ্দিন সবুজ, কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজামুদ্দিন। বহু হাজী, আলেম, হাফেজ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ নামাজে জানাযায় অংশ নেন।
উল্লেখ্য, মরহুম হাফিজউদ্দীন মালী আরার গোবিন্দপুর রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০১০ সাল পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার হাতে গড়া শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে দায়িত্ব পালন করে তার মুখ উজ্জল করে আসছেন। তিনি সুস্থ থাকা কালে দীর্ঘদিন যাবত আরার জামে মসজিদের মুয়াজ্জিন এর দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ছিলেন এলাকার অন্যতম একজন সমাজসেবক, স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ও সদালাপী ব্যক্তি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।