কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি জোরপূর্বক দখল চেষ্টা!
নিজস্ব প্রতিনিধি :
কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্রিত জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জের জাফরপুর মৌজায় জে এল ১৯৩, এস এ খতিয়ান নং- ৮৪, দাগ নং-২৩৬, বি এস খতিয়ান ৬৪৩, বি এস দাগ নং- ২৪৫ দাগে ৩ শতক জমি ২০১৯ সালে সম্পত্তি এস এ রেকর্ডীয় মালিক মরহুম সৈয়দ আলীর ওয়ারেশ আবুল হোসেনের কাছ থেকে ক্রয় করেন মৃ;. আব্দুস সোবহানের পুত্র নুরুল ইসলাম। জমি বিক্রয়ের পর আবুল হোসেন জমি বুঝিয়ে না দিয়ে তালবাহানা করতে থাকে। একপর্যায়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিএবং থানা পুলিশের উপস্থিতিতে নূরুল ইসলামের সম্পত্তি বুঝিয়ে দেন। তারপরও উক্ত সম্পত্তি দখলের পায়তারা করতে থাকলে নুরুল ইসলাম আদালতে প্রতিকার চাইলে আদালত ১৪৫ ধারা জারি পূর্বক শান্তি শৃংখলা বজায় রাখতে স্থানীয় থানা পুলিশকে নির্দেশ দেন। উল্লেখিত আবুল হোসেন আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ১ নভেম্বর ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে ঘেরাবেড়া কেটে এবং ভাংচুর করে দখলের চেষ্টা করে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।