পাটকেলঘাটায় হৃদরোগে আক্রান্ত খলিল বাঁচার জন্য সাহায্য চায়
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
বয়সে যুবক পেশায় ইজিবাইক চালক সংসারে নুন আনতে পানতা ফুরায় তার । অভাব অনাটন সংসারের নিত্য সঙ্গী, এত বড় অসুখের চিকিৎসার ভার বহন করবে কি ভাবে সে। এতক্ষনে বলছিলাম পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের সাত্তার মোড়লের ছেলে খলিল মোড়লের(৩৭) কথা । বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে হৃদরোগ জনিত জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছে । ডাক্তার বলেছে হতদরিদ্র খলিলের চিকিৎসার জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লক্ষ টাকা।
মঙ্গলবার সকালে এক সাক্ষাৎকারে খলিলের স্ত্রী খাদিজা বেগম কান্না জড়িত কন্ঠে জানায়, দুই শতাংশ জমির মধ্যে ২ মেয়ে নিয়ে জরাজীর্ণ কুটিরে আমাদের বসবাস । আমার স্বামী প্রায় দুই বছর যাবৎ অসুস্থ , সংসারে নুন আনতে পানতা ফুরায়। সে ঠিকমত কাজ কামও করতে পারেনা, ইতিমধ্যে তার চিকিৎসা করাতে বাপের বাড়ি যা কিছু ছিল তাও বেচা কেনা করে নিঃশ্ব এখন আমরা । আমার স্বামী হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে দৈনিক ১ হাজার টাকার ঔষধ লাগে তার ।ডাক্তার বলেছে তার হার্ড বাইপাস সার্জারী করাতে। এ জন্য প্রয়োজন ৪/৫ লক্ষ টাকা। টাকা না হলে তাকে হয়তবা বাঁচানো যাবেনা আর । এতটাকা আমারা পাব কোথায়? এখন আমরা ধারদেনা করে তার চিকিৎসা চালাচ্ছি কয়দিন পরে হয়ত সেটাও বন্ধ হয়ে যাবে । বর্তমানে আমরা খুবই অসহায় তাকিয়ে আছি সাহায্যের আশায় । সমাজের যদি বিত্তবানরা যদি আমাদের মত দরিদ্র মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াত, তাহলে আমার স্বামীকে বাঁচাতে পারতাম। যোগাযোগের,ঠিকানা মোবাঃ ০১৭৪৯-৩২২০৮৯
Please follow and like us: