আশাশুনি সরকারি কলেজে মডেল টেষ্ট পরীক্ষা শুরু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের “মডেল টেস্ট” পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) কলেজে দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসব মুখর ভাব পরিলক্ষিত হয়।
কলেজে নবাগত অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজে যোগদানের পর থেকে লেখপড়ার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কলেজ আগমনে উদ্বুদ্ধ করতে ও সার্বিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে মডেল টেস্ট পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
কয়েক জন শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন কলেজ বন্ধ থাকা ও লেখাপড়ার পরিবেশ কিছুটা হলেও থেমে থাকার কারণে যে স্থবিরতার লক্ষণ দেখা যাচ্ছিল তাকে সচল রাখা ও কলেজের প্রাণচা ল্যতা ফিরিয়ে আনার অংশ হিসাবে মডেল টেষ্ট পরীক্ষা সময়োপযোগি পদক্ষেপ। তারা মডেল টেস্ট পরীক্ষা চালু করার জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ও অন্যান্য শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।