আটলিয়ার মেম্বর প্রার্থী বিষ্ণুপদ মন্ডলের  মোরগ মার্কা প্রতিকের নির্বাচনী সভা 

আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়ার ৫নং আটলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিষ্ণুপদ মন্ডলকে  মোরগ মার্কা প্রতীকের নির্বাচনী পথসভা ও গনসংযোগ   বাবু ধীরেন্দ্র নাথ সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার (১ নভেম্বর ২০২১)রাত ৮ টায় গোলাপদাহ  বাজারে মোরগ মার্কার নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি নির্বাচনী পথ সভায় উপস্হিত জনতাদের বলেন,  আসছে আগমী ১১ নভেম্বর  ইউনিয়ন পরিষদ নির্বাচন।
এই নির্বাচনে আমি আপনাদের কাছে আমার মোরগ মার্কায় ভোট প্রার্থনা করছি । মোরগ মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই জনপদের  অবহেলিত গ্রামাঞ্চলের  সকল রাস্তাঘাট, ব্রীজ, কাল ভাট, মসজিদ, মন্দীর,  বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃ জনিত কালীন ভাতাসহ সব ধরনের উন্নয়নের কাজ আমি একশত ভাগ করার চেষ্টা করব।
তিনি বলেন, আমি সাবেক মেম্বর যখন ছিলাম তখন আমি এই ৬নং ওয়ার্ডের অনেক উন্নয়ন কাজ করেছি ।  নির্বাচিত হলে পূনরায়  অসম্পূর্ণ  কাজ করে ওয়ার্ডের  সার্বিক উন্নয়নের  কাজ করতে চায় ।  সকলে আমার মোরগ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার সকল উন্নয়নে অংশ নিন।
এ সময়ে নির্বাচনী সভায় আরও উপস্হিত ছিলেন,  পুলিন রায়,বিনয় কৃষ্ণ মন্ডল, দীপক মিস্ত্রী, বিষ্ণপদ মন্ডল, বিমল কৃষ্ণ মন্ডল, জগদীশ চন্দ্র ঢালী, ডাক্তার প্রশান্ত মন্ডল, পঞ্চানন মন্ডল, আবু সাঈদ শেখ, নারায়ন মন্ডল, তুষার মন্ডল, দীপঙ্কর মহাল দার, মুকুল মন্ডল, বিনয় মিস্ত্রী, সন্তোষ মন্ডল, জয়দেব মহালদার, তপন মন্ডল, গোবিন্দ মন্ডল, উৎপল সরদার, অমুল্য তরফদার, গোলক তরফদার, সুফল মহালদার, লিটন মন্ডল, ভদ্রকান্ত জেয়াদ্দার, বাসুদেব সরদার, দীপঙ্কর সরদার, তাপস মন্ডল, শঙ্কর মন্ডল, দেবদাস মন্ডল, শম্ভুনাথ মন্ডল, রবীন্দ্রনাথ বাছাড়, সুকুমার সরদার, কুমারেশ মন্ডল, সরোজিত মিস্ত্রী, স্বপন মন্ডল, রবীন্দ্রনাথ ঢালী, শান্তনু মন্ডল, প্রসেনজীত সানা, দীনেশ মন্ডল, সাধন মন্ডল, নিমাই মন্ডল, সুধাংশু কুমার মন্ডল, সসঞ্জীব মন্ডল, দিবাকর মন্ডল, দেবব্রত মন্ডল, অমর তরফদার,  বিধান মণ্ডল, নিখিল মন্ডল, উত্তম মন্ডল, কৃষ্ণ বৈরাগী, রমেশ মন্ডল প্রমুখ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)