ক্যাস্নারের কাছে হেরে গেল আ”লীগ নেতার প্রাণ
কিশোর কুমার:
সাবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলেন গেলেন তালার ইসলামকাটি ইউনিয়নের আ”লীগের সহ- সভাপতি গাজী আলাউদ্দীন (৬৩) ইন্না লিল্লাহী অন ইনাহি রাজিউন। । তিনি তালা উপজেলার ইসলাম কাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত আকবর আলী গাজীর ছেলে। রবিবার(৩১অক্টোবর) বিকালে নিজ বাড়ি ঘোনা গ্রামে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবৎ দূররোগ্য ব্যাধি ক্যাস্নারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়ে স্ত্রী সহ অসংখ্য গুনিগ্রাহী রেখে গেছেন। তার এই মৃতুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছে তালা উপজেলা আ”লীগ, ইউনিয়ন আলীগ সহ বিভিন্ন অংগসংগঠন। আজ এশার নামাজের পর মরহুমের জানায শেষে ঘোনা গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে পারিবারিক সুত্রে জানা যায়।
Please follow and like us: