সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে ফুলবাড়ীতে নিরব মানববন্ধন কর্মসূচি পালিত
আল হেলাল চৌধুরী, দিনাজপুর :
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বেলা ১১টায় পৌর এলাকার ঢাকা মোড়ে (দিনাজপুর-ফুলবাড়ী) আঞ্চলিক সড়কের পাশে দাড়িয়ে সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, সহকারী শিক্ষক মেহেদি হাসান, সহকারী শিক্ষক মঈনুল ইসলাম রানা, সহকারী শিক্ষক হোসনে আরা বেগম, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক মোনায়েন হোসেন, ইমাম মো. আব্দুল্লাহ, সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানা, সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, শর্মিলী ছন্দা, নূর নওশীন তাবাসসুম, আমিনুল ইসলাম, জাকিরুল ইসলাম, সাহিব হাসান প্রমুখ। মানববন্ধনে সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুশীল সমাজের মানুষ অংশ নেন। #