দস্যুমুক্ত সুন্দরবনের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগরে র্যাবের হেলিকাপ্টারে লিফলেট বিতরণ
আশিকুজ্জামান লিমনঃ
বাংলাদেশের ঐতিহ্য ও রুপ বৈচিত্র্য সর্ববৃহৎ (ম্যানগ্রোফ বন) সুন্দরবনকে দস্যুমুক্ত করতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জীবন সংগ্রামে নিয়োজিত হয়েছিলেন। বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য র্যাব সহ বিভিন্ন প্রশাসনিক জোয়ানরা। জোয়ানদের এই অক্লান্ত পরিশ্রম ও মেধা শক্তির কারনেই আজ দস্যুমুক্ত হলো সুন্দরবন।
জানাযায়, দস্যুমুক্ত সুন্দরবন দিবসের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে গত রবিবার ৩১ শে অক্টোবর সকাল ১১ ঘটিকায় সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন জনসমাগমপূর্ণ স্থানে স্থানে র্যাবের উড়ন্ত একটি হ্যালিক্যাপ্টর হতে(বর্ষপূর্তির)লিফলেট নিক্ষেপণ করা হয়।লিফলেট ফেলার সাথে সাথে উৎসুক জনতা লিফলেট কুড়াতে থাকেন। লিফলেটে দস্যুদের পূর্নবাসন করা সহ সকল সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়।এদিকে বিশ্বের সর্ববৃহৎ (ম্যানগ্রোভ বন) সুন্দরবনে জলদস্যু মুক্ত হওয়ার তিন বছর পূর্তি হলো আজ ১ নভেম্বর। ম্যানগ্রোফ বনটিতে এখন শান্তির সুবাতাস বইছে। অপহরণ- হত্যা এখন তিরোহিত।জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগ আর কাউকে দিতে হচ্ছে না।মওয়াল, জেলে বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে। নির্বিঘ্নে আসছে দর্শনার্থী- পর্যবেক্ষক, জাহাজ বণিকেরা। এভাবেই সরকারের দূরদর্শিতায় সুন্দরবন অর্থনৈতিক গতিশীলতা ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।এদিকে দস্যুমুক্ত সুন্দরবনের তিন বছর পূর্তি ও জলদস্যু পুনর্বাসন অনুষ্ঠানের আয়োজন করেছে এলিট ফোর্স র্যাব। আগামী সোমবার বাগেরহাটের রামপাল উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।২০১৮ সালের এই দিনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে আনুষ্ঠানিক ভাবে দস্যুমুক্ত এলাকা ঘোষণা করেছিলেন।এদিকে রবিবার শ্যামনগরে লিফলেট বিতরণকে ঘিরে কঠোর নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন র্যাব-৬ এর মুন্সিগন্জ অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যগন।
Please follow and like us: