সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্প্রীতি ও মনোবল অটুট রাখতে এমপি রবির ভিন্নধর্মী আয়োজন পূজা পুনর্মিলনী
মাহফিজুল ইসলাম আককাজ:
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আহবানে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা পরবর্তী পূজা পুনর্মিলনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে পূজা পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু ও সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ। এসময় বক্তরা বলেন,“সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অদম্য এক যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শ অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত সাতক্ষীরা গড়ার কারিগর। সম্প্রতি শারদীয় দুর্গা পূজা শেষ হলেও হিন্দু সম্প্রদায়ের মানুষদের মনোবল অটুট রাখতে এমপি রবির আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় পূজা পূনর্মিলনীর ব্যবস্থা করেছেন। মাননীয় সসংসদ সদস্য মে অতিথিদের সাথে না বসে জনগণের কাতারে বসে প্রমাণ করলেন তিনি জনগণের সেবক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক অনন্য যোদ্ধা এবং একটি উজ¦ল দৃষ্টান্ত। ইতিপূর্বে এধরনের পূজা পূনর্মিলনী সাতক্ষীরা তথা বাংলাদেশের কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। সাতক্ষীরার সাধারণ মানুষের মাঝে এখন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় তার নির্বাচনী এলাকায় অভূতপূর্ব সাফল্য ও উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। তিনি সাতক্ষীরার সার্বিক উন্নয়নে নিরলসভাবে জনগণের সেবক হিসাবে কাজ করে চলেছেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা.আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, এ্যাড. স.ম গোলাম মোস্তফা, আর টিভির জেলা প্রতিনিধি রাম কৃষ্ণ চক্রবর্তী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, সনাতন ধর্মালম্বী নেতাসহ সনাতন ধর্মী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।