ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে তরুণ সমাজকে জাগ্রত করার যথাযথ কর্মসূচি গ্রহণের আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি
কুমিল্লাসহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রতিক হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং ধর্মীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীলা নাগরিক কেন্দ্রে জেলা নাগরিক কমিটির এক সভায় এ আহবান জানানো হয়। সভায় এ ধরনের হামলা প্রতিরোধে তরুণ সমাজকে জাগ্রত করার যথাযথ কর্মসূচি গ্রহণে উদ্যোগ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার, শেখ হারুণ-অর রশিদ, কোহিনুর ইসলাম, এড. শাহানাজ পারভীন মিলি, মাধব চন্দ্র দত্ত, শেখ সিদ্দিকুর রহমান, রবিউল ইসলাম, কওসার আলী, ফরিদা আক্তার বিউটি, মো. আনারুল ইসলাম, এড. আব্দুল্লাহ আল হাবিব, এড. খগেন্দ্র নাথ ঘোষ, এড. মুনির উদ্দিন, আব্দুস সামাদ, জহুরুল কবির, কমরেড আবুল হোসেন, মন্টু কুমার দাস, মো. মফিজুর রহমান, আব্দুর জব্বার, নাজমুল আলম মুন্না, মুনসুর রহমান, আমির হামজা, প্রভাষক ইদ্রিশ আলী, এড. আল মাহামুদ পলাশ, ওবায়দুস সুলতান বাবলু, অধ্যক্ষ পবীত্র মোহন দাস, আলী নুর খান বাবলু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।
সভায় সাতক্ষীরা জেলার উন্নয়নে নাগরিক কমিটির ২১ দফা, সাতক্ষীরা শহর ও পাশ্ববর্তী এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড গৃহীত ৪৭৫ কোটি টাকার প্রকল্প এর সুফল পেতে ১৩ দফা প্রস্তাবনা বাস্তবায়ন এবং সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটি গঠনসহ সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।