ডি মারিয়ার গোলে চ্যাম্পিয়নদের বিপক্ষে পিএসজির জয়
ফ্রেঞ্চ লীগ ওয়ানে আনহেল ডি মারিয়ার এক গোল ও এক সহায়তায় বর্তমান চ্যাম্পিয়ন লিলকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে নিজেদের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামে পিএসজি। একদিকে কিলিয়ান এমবাপ্পের অসুস্থতা, অন্যদিকে চোট পেয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিওনেল মেসির বিদায়-ভাবনায় পড়ে গিয়েছিল মারকিনহোসের দল। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে একাই টেনে নিয়ে গেলেন মারিয়া।
প্রথমার্ধে দুই দল প্রায় সমানে সমান খেললেও, বেশ ভালই নিয়ন্ত্রণে ছিল লিল। ৩১তম মিনিটে জনাথন ডেভিডের গোলে এগিয়ে গিয়েছিল তারাই। দ্বিতীয় গোলও প্রায় করেই ফেলছিলেন, কিন্তু পিএসজির গোলকিপার দোনারুমার দারুণ এক সেইভে সে সুযোগ থেকে বঞ্চিত হন ডেভিড।
প্রথমার্ধের শেষে মেসি মাঠ থেকে বিদায় নেয়ার পর ক্রমাগত আক্রমণ বাড়াতে থাকে পিএসজি, যার সম্মুখভাগে ছিলেন ডি মারিয়া ও নেইমার। কিন্তু গোলের দেখা পাওয়াই যাচ্ছিল না।
অবশেষে ৭৪তম মিনিটে ডি মারিয়ার ক্রসে গোলের সমতা ফেরান পিএসজি ক্যাপ্টেন মারকিনহোস। পাঁচ মিনিট পর আবারও গোলের আশা জাগালেও শেষমেশ তা ব্যর্থ হয়। অবশেষে ৮৮তম মিনিটে নেইমারের পাসে বল জালে জড়ান ডি মারিয়া। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
বর্তমানে লীগ ওয়ানে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে আচে লেন্স। আর গত মৌসুমে দারুণ ফর্মে থাকা লিল এবার ১৫ পয়েন্ট নিয়ে আছে ১১তম অবস্থানে।